সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাংলাদেশে বাউল নিপীড়ন ও লোকসংস্কৃতির বিপর্যয়” শীর্ষক রণেশ দাশগুপ্ত স্মারক সেমিনার অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : “বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী রণেশ দাশ গুপ্তর জন্মদিন উপলক্ষে “বাংলাদেশে বাউল নিপীড়ন ও লোকসংস্কৃতির বিপর্যয়” শীর্ষক রণেশ দাশগুপ্ত স্মারক সেমিনার অনুষ্ঠিত ”

২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা কার্যালয়ে রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে ও উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি ও সদস্য কেন্দ্রীয় সংসদ মাহমুদস সোবহান মিন্নুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
স্মারক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড.শাশ্বত ভট্টাচার্য সহ-সভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ ও সভাপতি রংপুর জেলা সংসদ। এ সময় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিমল মজুমদার কোষাধ্যক্ষ উদীচী কেন্দ্রীয় সংসদ, বজলুল করিম বাহার কবি ও প্রাবন্ধিক, সাজাহান সাকিদার কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক।
প্রবন্ধের ও আলোচকদের আলোচনার উপরে আলোচনায় অংশ নেন রাজশাহী উদীচীর সদস্য সাথি, নাট্যকর্মি সুজন, উদীচী রাজশাহী কমিটির সদস্য সেলিনা বানু, সদস্য বিধান চন্দ্র সরকার প্রমুখ।
এসময় সেমিনার থেকে দেশের বাউল সম্প্রদায়ের উপরে নিপীড়ন, নির্যাতন বন্ধে গণজাগরণ সৃষ্টির জন্য সাংস্কৃতিক কর্মি, ছাত্র, যুব, শিক্ষক, কবি, প্রাবন্ধিক সহ সকলের প্রতি আহ্বান জানান।

Check Also

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

বগুড়া সংবাদ :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *