বগুড়া সংবাদ ডটকম ( সাগর খান, আদমদীঘি প্রতিনিধি) : বগুড়ার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পুলিশ গত বুধবার রাত দেড়টায় সময় মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের রেলওয়ে হাসপাতাল কলোনী এলাকার চাঁন মিয়ার ছেলে মিলন হোসেন (২৬), চা-বাগান এলাকার মৃত: ইসমাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) কে গত বুধবার রাত দেড়টার সময় সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মিলনের বাড়ীর সামনে থেকে পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার বগুড়া আদালতে প্রেরণ করেছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)