বগুড়া সংবাদ ডটকম (জিয়াউর রহমান, শাজাহানপুর প্রতিনিধি): সমৃদ্ধ দেশ গড়তে সর্বক্ষেত্রে নারী ও শিশুদের অগ্রাধিকার দিতে হবে। আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব। আর শিশুর সার্বিক বিকাশে মায়েদের ভূমিকার বিকল্প নাই। তাই নারী-শিশুর শারিরীক ও মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতায়ন, নেতৃত্ব, মর্যাদা বৃদ্ধিসহ তাদের সার্বিক উন্নয়নে আমাদের সচেতন হতে হবে।
‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ সভা কক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি কোহিনুর আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাছুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার মো: মজিবর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোতারব হোসেন, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কেজিএম ফারুক, শাজাহানপুর সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাজেদুর রহমান সবুজ, যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শাহাদত হোসেন, সদস্য সচিব সাইদুজ্জামান তারা, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, উপজেলা নারী ফোরামের সদস্যবৃন্দ, সকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।