bograsangbad_Logoবগুড়া সংবাদ ডটকম (শেরপুর সংবাদদাতা কামাল আহমেদ) : বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভানেত্রী বেগম সালমা ইসলাম শেফার দাফন বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। বেলা ১০টায় শেরপুরের ঐতিহ্যবাহী দুবলাগাড়ী ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পুর্ব আলোচনায় অংশ নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফু, বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, শহিদুল ইসলাম বাবলু, আরিফুর রহমান মিলন ও মরহুমার স্বামী রফিকুল ইসলাম রফিক। জানাযা শেষে তাকে হাসপাতাল রোডস্থ কবরস্থানে দাফন করা হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের স্থানীয় দুবলাগাড়ী ঈদগাঁ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে বেগম সালমা ইসলাম শেফার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন