বগুড়া সংবাদ ডট কম ( এস আই সুমন, মহাস্থান প্রতিনিধিঃ) মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজলো পরিষদে সদরের রাজাপুর ইউনিয়নের খামার কান্দি গ্রামের কৃষক সবুজ মুন্সীর হাতে কৃষি উপকরণ মিনি কম্বাইন হারভেস্টার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, এসি আই মটরস্ এর সিনিয়র মার্কেটিং অফিসার রফিকুল ইসলাম। মিনি কম্বাইন হারভেস্টার মেশিন১ বিঘা জমির ধান কাটতে সময় লাগে ১ ঘন্টা জ্বালানি খরচ হয় ২ লিটার, এক একর জমির ধান/গম কাটা,মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে সময় লাগে ৩ ঘন্টা এবং জ্বালানি খরচ হয় ৬ লিটার, শুকনা ও অল্প কাঁদা উভয় জমিতে উপযোগী, ধান কাটার পর খড় আস্ত থাকে, দিনে ৮ঘন্টা চালালে মাসে চলবে ২৪০ ঘন্টা,প্রতি একরে যদি গড়ে আয় হয় ৫ হাজার টাকা,তবে বছরে ২০০ একর জমি ধান কাটলে আয় হবে ১০,০০,০০০ টাকা ফলে কৃষকেরা
সহজেই লাভবান হবে।
বগুড়া সদর উপজলো পরিষদে কৃষি উপকরণ মিনি কম্বাইন হারভেস্টার প্রদান
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)