বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান): বগুড়ার আদমদীঘিতে পরকিয়ার জেরে প্রধান শিক্ষক আব্দুর রশিদ মাস্টার কে শ্বাস রোধে ও গোপনাঙ্গ কেটে হত্যার ঘটনায় ৬দিন অতিবাহিত হলেও কোন রহস্য উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী কে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী অফিসার এস আই ফজলুর রহমান জানায়, আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী অন্তে আদালত ১ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
উল্লেখ্য, আদমদীঘির ডুমুরীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৫৪) কে গত ১৯ এপ্রিল রাতে শ্বাস রোধে হত্যা করে ধারালো অস্ত্র দ্বারা মুখমন্ডলে কুপিয়ে ও গোপনাঙ্গ কেটে হত্যা নিশ্চিত করে আব্দুর রাজ্জাকের বাড়ীর পশ্চিম পার্শ্বে বাগানে ফেলে রাখে। পরের দিন সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম শান্ত গত ২১ এপ্রিল বাদী হয়ে আব্দুর রাজ্জাক তার স্ত্রী আফরোজা বেগমসহ ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রচ্ছদ বগুড়া সংবাদ আদমদিঘি আদমদীঘিতে শিক্ষক হত্যার ৬ দিনেও রহস্য উদঘাটন হয়নি স্বামী-স্ত্রী এক দিনের...
আদমদীঘিতে শিক্ষক হত্যার ৬ দিনেও রহস্য উদঘাটন হয়নি স্বামী-স্ত্রী এক দিনের রিমান্ডে
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)