বগুড়া সংবাদ ডট কম(সোনাতলা প্রতিনিধি মোশাররফ হোসেন): গ্রামবাংলার বৈশাখীর গান ও বাউলগানসহ নতুন পুরাতন দেশীয় গানে স্রোতা-দর্শকদের মুগ্ধ করে দিলেন স্থানীয় বাউল শিল্পী মুকুল, টুকু মাস্টার ও তার দল। শিল্পীরা গান যতই পরিবেশন করতে থাকে স্রোতা-দর্শকদের ভিড় ততই বাড়তে থাকে। বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ভেলুরপাড়া হাটের উন্নয়নে ভেলুরপাড়া রেল স্টেশন সংলগ্ন মাঠে ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করা হয় গত শনিবার বিকেলে। মোঃ আব্দুল হামিদ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম। জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল মেলা উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুরে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বিপু,সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম,বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাড.জাকির হোসেন নবাব,ড.এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপাধ্যক্ষ তরিকুল ইসলাম স্বপন,প্রভাষক আব্দুল মতিন ও এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন প্রমুখ। মেলা জমে তুলতে গ্রামবাংলা মানুষের ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।