বগুড়া সংবাদ ডট কম(সাগর খান) :বৃহস্পতিবার বগুড়ার সান্তাহার জামিয়া আরবিয়া দারুল উলুম মাদ্রাসার ১১তম বার্ষিক সদস্য সম্মেলন মাদ্রাসা প্রাঙ্গনে অনষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ সম্মেলন কার্যক্রম চলে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহাবুবুল ইসলাম,পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আলি সরদার,সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, বিশিস্ট চিকিৎসক হামিদুর রহমান রানা, মাওলানা খায়রুল ইসলাম প্রমূখ। সম্মেলনে মাদ্রাসার আজীবন, দাতা সদস্যসহ প্রায় এক হাজার সদস্য উপস্থিত ছিলেন।
মাদ্রাসাটি বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত হয়েছে উল্লেখ করে বক্তরা এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে এলাবাসিকে এগিয়ে আসার আহবান জানান। পরে মুসলিম উম্মাহ ও এলাকাবাসির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুহতামিম মাহাবুবুল ইসলাম।