বগুড়া সংবাদ ডট কম(নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির সৈয়দ দামগাড়া বৈশাখী ক্লাবের আয়োজনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কেটে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ (এমএসসি)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা গোলাম হাফিজ সোহাগ। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর্জা দিশারী সুলতালা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দবির উদ্দিন, মজনু রহমান, সিদ্দিকুর রহমান, আবু জাফর, দুলাল হোসেন, মোজাহার আলী, আব্দুর রহিম ধলু, হানজেলার রহমান, কহিনুর বিবি, ববিতা খাতুন, হাওয়া বিবি, সচিব শাহ আলম, দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম সাহানা, আনোয়ার হোসেন ম্যানেজার সোনালী ব্যাংক লিঃ সান্তাহার শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাব রেজিস্টার এসকেন্দর আলী সাহানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, ফজলুল হক, আলী আজম. জয়নাল আবেদীন আলকা, রেজাউল করিমসহ অনেকে।